কোনো একটা টাস্ক পিসিতে দিয়ে ঘুমায় যাওয়া অভ্যাস ছিলো আমার। কিন্তু খেয়াল করলাম কাজ শেষ হবার পরেও প্রায় তিন থেকে চার ঘন্টা পিসি কেবল শুধু শুধুই চালু ছিলো। কোনো কারন ছাড়াই পিসি যাতে অন না থাকে, সেজন্য একটু খুঁজতে পেয়ে গেলাম একটা শাটডাউন টাইমার।
আমার কাছে এই অ্যাপটির ইন্টারফেস এবং ফিচার, সবই বেশ সুন্দর লেগেছে।
রাইজফলের এই অ্যাপের সবচেয়ে মজার ফিচার হলো যদি আপনি ল্যাপটপে বা কম্পিউটারে গান ছেড়ে রাখেন, তাহলে সে খুব ধীরে ধীরে সাউন্ড কমিয়ে তারপর কম্পিউটার বন্ধ করতে পারবে। হঠাৎ করে কানে শব্দ বন্ধ হয়ে গেলে অনেকের ঘুম ভেঙ্গে যায়, সে থেকে পরিত্রান পাওয়া যাবে। খুব সিম্পল আর ছোট একটা ফিচার, কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে এই ফিচারটি।
এছাড়া এতে রয়েছে বেশ কিছু বেসিক ফিচার, যেমন স্লিপ মোড বন্ধ করে দেয়া, উইন্ডোজ চালু হবার সময় চালু হয়ে যাওয়া, টাইমার সেভ করে রাখা এরকম টুকটাক ফিচার।
চাইলে আপনারা যারা এই অ্যাপটি ডাউনলোড করতে চান, তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
Download: Risefall - Shutdown PC Timer